• হোম > আন্তর্জাতিক > আমাদের শিশু নিয়ে যাচ্ছে রাশিয়া: ইউক্রেন

আমাদের শিশু নিয়ে যাচ্ছে রাশিয়া: ইউক্রেন

  • বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১৪:৩০
  • ৪৮৩

 আমাদের শিশু নিয়ে যাচ্ছে রাশিয়া: ইউক্রেন

ইউক্রেন অভিযোগ করেছে, তাদের শিশুদের রাশিয়ায় পাচার করা হচ্ছে। রুশ বাহিনী ইউক্রেনের যেসব এলাকা দখল করেছে, সেসব এলাকা থেকে এসব শিশুকে অবৈধভাবে মস্কো পাঠানো হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর আরব নিউজের।

কিয়েভের অভিযোগ, দখলকৃত এলাকা থেকে ইউক্রেনীয় শিশুদের দেশটির অন্য কোনো নিরাপদ এলাকায় আসতে দিচ্ছে না রুশ বাহিনী।

তাদের দত্তক দেওয়ার কথা বলে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, রুশ অধিকৃত মারিউপোল থেকেই এক হাজারের বেশি ইউক্রেনীয় শিশুকে সাইবেরিয়ার বিভিন্ন এলাকায় রুশ নাগরিকদের দত্তক দেওয়া হয়েছে।

ইউক্রেনের দাবি, এটি জাতিসংঘের জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। শুধু তাই নয়, এটি বড় ধরনের একটি মানবাধিকার পরিপন্থী কাজ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124437 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:37:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group