• হোম > সিলেট > হবিগঞ্জ সদর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি

হবিগঞ্জ সদর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি

  • বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১৬:২৬
  • ৪০৫

হবিগঞ্জ সদর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ সদর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও হবিগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (২৪ আগষ্ট ২২) ইং দুপুরে সদর থানা বার্ষিক পরিদর্শন করেন এস এম মুরাদ আলি, তিনি হবিগঞ্জ সদর থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর (সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা।

এ সময় পুলিশ সুপার মহোদয়কে অফিসার ইনচার্জের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় হবিগঞ্জ সদর থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন। এবং কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।

হবিগঞ্জ সদর থানা পুলিশের ইনর্চাজ গোলাম মর্ত্তোজা জানান হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী র নেতৃত্ব হবিগঞ্জ জেলার আগের তুলনায় আইন শৃংখলা অনেক উন্নত হয়েছে।

পুলিশ সুপার মহোদয়ের উৎসাহে চুরি ডাকাতি জুয়া মাদক ও গ্রেফতারী পরোয়ানা তামিল সহ অপরাধ দমনে হবিগঞ্জ সদর থানা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124448 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 05:24:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group