• হোম > আন্তর্জাতিক > ইউক্রেনের রেল স্টেশনে রুশ হামলায় নিহত ২২

ইউক্রেনের রেল স্টেশনে রুশ হামলায় নিহত ২২

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২, ১০:৪৯
  • ৩৯৮

 ছবি: সংগৃহীত

ইউক্রেনের একটি ট্রেন স্টেশনে রাশিয়ার রকেট হামলায় ২২ জন নিহত হয়েছে। মস্কোর আক্রমণ শুরু হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিনে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে হামলায় একটি গাড়িতে পুড়ে পাঁচজন মারা গেছে। এরমধ্যে একজন ১১ বছরের শিশু রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ভার্চুয়ালি যুক্ত হয়ে এই হামলার তথ্য জানান। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দেশটি বারবার বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।

বুধবার ইউক্রেন স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এর আগে জেলেনস্কি আশঙ্কা করে বলেছিলেন, রাশিয়া উদযাপন ব্যাহত করার জন্য ‘বর্বর’ কিছু করতে পারে।

বুধবার গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, রকেটগুলো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পশ্চিমে চ্যাপলিন শহরের রেল স্টেশনে একটি ট্রেনে আঘাত হানে।

উদ্ধারকারীরা কাজ করছে, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

সূত্র বিবিসি, দ্য গার্ডিয়ান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124478 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:12:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group