• হোম > অন্যান্য দল > বাম জোটের হরতালে সাড়া নেই

বাম জোটের হরতালে সাড়া নেই

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২, ১২:৩৯
  • ৪১৯

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই হরতাল।

তবে সাড়া ছিল না বাম জোটের এই হরতালে। রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট আকারে হরতালের সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতাল শুরু হয় ভোর ছয়টায়। সকাল সাতটার পর রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল নিয়ে হাজির হন হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় কিছুক্ষণ পর তারা শাহবাগ মোড় ছেড়ে চলে যান।
বাম গণতান্ত্রিক জোটের নেতাদের দাবি, পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা সমবেত হয়ে পিকেটিং ও প্রচারণা চালিয়েছে।

এদিকে, রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিসগামী মানুষের কারণে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। এছাড়া দোকানপাট-মার্কেটও খুলেছেন ব্যবসায়ীরা।

তবে হরতালে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124502 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:51:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group