• হোম > রংপুর > সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিরামপুরে হেযবুত তাওহীদের মানববন্ধন

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিরামপুরে হেযবুত তাওহীদের মানববন্ধন

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১২:০৭
  • ৪১২

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিরামপুরে হেযবুত তাওহীদের মানববন্ধন

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পাবনায় হেযবুত তওহীদের অফিসে সন্ত্রাসী হামলায় ১জন নিহত ও ১০জনকে আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সারা দেশের ন‍্যায় দিনাজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে বিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বিরামপুর কলাবাগান মোড়স্থ বিরামপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হেযবুত তওহীদের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষগণ অংশ গ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের দিনাজপুর জেলা সভাপতি মাহবুবুর রহমান, জয়পুরহাট জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু হাসনাত, নবাবগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক, সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, হেযবুত তওহীদ জন্মলগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো ভুমিকা নিয়ে অরাজনৈতিক আন্দোলন করে আসছে। কিন্তু তাদেরকেই এখন সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে। তারা হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124525 ,   Print Date & Time: Thursday, 22 January 2026, 09:02:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group