• হোম > খেলা > কাতার বিশ্বকাপ: টিকিট চাহিদার শীর্ষে আর্জেন্টিনার দুই ম্যাচ

কাতার বিশ্বকাপ: টিকিট চাহিদার শীর্ষে আর্জেন্টিনার দুই ম্যাচ

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১২:৪৬
  • ৪১৮

ছবি: সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপের আর ১০০ দিনও বাকি নেই। এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ২৪ লাখ ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে এরই মধ্যে। টিকিট বিক্রির পরবর্তী ধাপের সময় সেপ্টেম্বরের শেষ দিকে হলেও ফিফা জানিয়েছে, বিশ্বকাপের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি আর্জেন্টিনার দুই ম্যাচের।

লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ দুই বছরে যেমন ফর্মে আছে তাতে যে দলটা বিশ্বকাপে যাবে হট ফেবারিট হয়েই, তা বলাই বাহুল্য। তার ছাপ পড়ছে কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদাতেও। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে টিকিটপ্রত্যাশীদের চাহিদা সবচেয়ে বেশি।

এরপর সবচেয়ে বেশি চাহিদাটাও আর্জেন্টিনার একটা ম্যাচ নিয়েই। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবেন মেসিরা। সেই ম্যাচের টিকিটের চাহিদা আছে দ্বিতীয় সর্বোচ্চ, জানিয়েছেন কাতার আয়োজক কমিটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আল লুসাইল স্টেডিয়ামে। এই মাঠেই ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনালও।

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির এই কর্মকর্তা অবশ্য জানাননি কত সংখ্যক লোক এই দুই ম্যাচের টিকিট চাইছেন। তবে বছরের শুরুতে অনলাইন বিক্রি যখন শুরু হয়, তখনই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল।

এর আগে ফিফা জানিয়েছিল, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকিট বরাদ্দ করা হয়েছে ব্রাজিল বনাম ক্যামেরুন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টারিকা বনাম জার্মানি এবং অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচের জন্য। তবে এবার সেসব ম্যাচকে ছাড়িয়ে যাবে আর্জেন্টিনার দুইটি ম্যাচ, এমনটাই মনে করা হচ্ছে।

বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি হবে ৩২ লাখ। যার প্রায় ১০ লাখ টিকিট যাচ্ছে পৃষ্ঠপোষক ও ফিফা পার্টনারদের কাছে। কাতার জানিয়েছে বিশ্বকাপের জন্য তারা ১২ লাখেরও বেশি পর্যটক আশা করছে। কাতার বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124536 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 02:33:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group