• হোম > খুলনা > নড়াইলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪ আশংকাজনক ১

নড়াইলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪ আশংকাজনক ১

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১২:৫১
  • ৩৭৯

 মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নড়াইল-কালিয়া সড়কের মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাথাভাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলের চারজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এদের মধ্যে সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের শফিকুল ইসলামকে (২৭) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া জসিম (২৯) নামে অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জসিমের মুখ ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124538 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:36:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group