• হোম > জাতীয় | রংপুর > রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১৪:২৩
  • ৬৯২

রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬আগষ্ট) সকাল ১১টায় বিএনপির বিক্ষোভ মিছিলটি রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে মিলিত হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্র্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুন্ম সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব হাসিবুর রহমান হাসিব ও ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাকিরপশার ইউনিয়ন বিএনপি সভাপতি আসাদুজ্জামান জামান টিটুসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। #


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124544 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 02:26:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group