• হোম > জাতীয় > চা বাগান মালিকদের সাথে শনিবার বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

চা বাগান মালিকদের সাথে শনিবার বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১৫:৪৩
  • ৪৫৮

 ফাইল ছবি

চা বাগান মালিকদের সাথে শনিবার (২৭ আগস্ট) বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল চারটা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকেরা। গত কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সাথে শ্রমিক নেতারা কথা বলে, আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এ ছাড়া, প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা।

চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124556 ,   Print Date & Time: Thursday, 8 January 2026, 09:52:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group