• হোম > আন্তর্জাতিক > মিয়ানমারের সামরিক বাহিনীর ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য

মিয়ানমারের সামরিক বাহিনীর ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১৫:৪৬
  • ৪১৭

 ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন পীড়নের ৫ বছর পূর্তিতে এ ঘোষণা দিলো ব্রিটিশ সরকার। খবর পিপলস গেজেটের।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো, স্টার স্যাফায়ার গ্রুপ অব কোম্পানিজ, ইন্টারন্যাশনাল গেটওয়েজ গ্রুপ অন কোম্পানি এবং স্কাই ওয়ান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

এক বিবৃতিতে বলা হয়, আমরা রোহিঙ্গা জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনীর জাতিগত নির্মূল অভিযানের নিন্দা জানাচ্ছি।

আরও বলা হয়, মিয়ানমার সামরিক বাহিনীর অস্ত্র ও রাজস্ব হাতে পাওয়ার সুযোগ সীমিত করার লক্ষ্যে নেয়া হয়েছে এ পদক্ষেপ। এছাড়া আইসিজে’তে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলায়ও হস্তক্ষেপ করবে বলে জানায় যুক্তরাজ্য।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124558 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 08:18:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group