• হোম > চট্টগ্রাম > লক্ষ্মীপুরে যানজট নিরসনে শহর পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

লক্ষ্মীপুরে যানজট নিরসনে শহর পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১৭:০২
  • ৪১৫

লক্ষ্মীপুরে যানজট নিরসনে শহর পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার।

ইমতিয়াজ উদ্দীন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ যানজট নিরসনে লক্ষ্মীপুর শহর পরিদর্শন করেন।

২৫ আগস্ট (বৃহসপতিবার) দুপুর ১২টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী শহরের গুরুত্বপূর্ণ সড়কে পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনেথোয়াই মারমা,ডিআই-১ আজিজুর রহমান অনয়ান্য কর্মকর্তাগন। এবং ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনের সময় যানজটের দুর্ভোগ নিয়ন্ত্রণে সকল অফিসারদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন।

নবাগত পুলিশ সুপারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন,এই প্রথম পুলিশ সুপার প্রচন্ড রৌদ্রময় মুহূর্তে অধিকাংশ ডিপার্টমেন্টর কর্মকর্তাদের নিয়ে এভাবে বাজার পরিদর্শন করেন। তিনি ফুটপাতের বিভিন্ন সামগ্রী বিক্রেতা ও ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। পুলিশ প্রশাসনের এধরণের তদারকিতে জনগণকে আরো কাছাকাছি মিশতে পারে বলে মনে করেন।

পুলিশ সুপারের এই পরিদর্শনে লক্ষ্মীপুর শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, যোগদানের মাত্র ২দিনের মাথায় এসপি সাহেব এভাবে আমাদের কাছাকাছি চলে আসবে ভাবতে পারিনি।আমরা আশবাদী বর্তমান এসপি লক্ষ্মীপুরের জন্য ভালো কাজ করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124571 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:39:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group