• হোম > নারী ও শিশু > হবিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ০৯:৪৬
  • ৪৩১

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে আকলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে।এ বিষয়ে জন মনে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ আগষ্ট২২) ইং দুপুরে মাধবপুর থানার এসআই হুমায়ুন কবির মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।নিহত গৃহবধু আখাউড়া উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল করিমের মেয়ে ।

হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে তার বড় বোন শিরিন আক্তার জানান, ১২ বছর আগে ওই গ্রামের সুজন মিয়ার সাথে আকলিমার বিয়ে হয়।বিয়ের সময় ২ লাখ টাকা নগদসহ বিভিন্ন মালামাল যৌতুক হিসেবে দেন।দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র ও কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি সুজন মাদকাসক্ত হয়ে পড়ে।প্রায়ই তার বোনকে টাকার জন্য মারপিট করতো।বিষয়টি আকলিমা তাকে ফোনে জানাত। গত বৃহস্পতিবার রাতেও আকলিমাকে সুজন মারধর করে। শুক্রবার সকাল ১০টায় সুজন তাকে ফোন করে জানায়, আকলিমা মারা গেছে।তাদের ধারণা সুজন ও তার পরিবার আকলিমাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এ বিষয়ে ওসি আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে আকলিমা স্বামীর বাড়িতে হঠাৎ পড়ে যায়। পরিবারের লোকজন তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে।আকলিমার বোনের অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124587 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:36:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group