• হোম > আইন-অপরাধ > বানিয়াচংয়ে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

বানিয়াচংয়ে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ০৯:৫৩
  • ৪৩১

বানিয়াচংয়ে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ২টি গরুসহ অন্তঃজেলা গরুচোর চক্রের ০৪ চোর কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগষ্ট২২)ইং সন্ধ্যায় বানিয়াচং থানার পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য গরু সহ গ্রেফতার এর বিষয় টি জানান।

পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দিবাগত রাত্র ০২.৩০ ঘটিকার সময় বানিয়াচং থানাধীন উত্তর সাঙ্গর গ্রামের মাওলানা কাজী আল আমিন (৩০) এর গোয়াল ঘর থেকে একদল গরুচোর গরু চুরি করিয়া নিয়া যাওয়ার সংবাদ পাইয়া অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ এর নেতৃত্বে এসআই রাকিব হোসেন, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সসহ অত্র থানাধীন ১৩নং মন্দরীর ইউনিয়নের অন্তর্গত উত্তর সাঙ্গার গ্রামের উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অভিযান পরিচালনা করিয়া গরুচোর আলকাছ মিয়া প্রকাশ কালা (৪৫) পিতা- মৃত ছাবু মিয়া, সাং- আতুকুড়া পশ্চিম হাটি. ১০নং সুবিদপুর ইউনিয়ন, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ।অনিক মিয়া (২৫) পিতা- মৃত ছোয়াব আলী, সাং- আওয়াতগাও, আসামপাড়া, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, আব্দুল মানিক (সফিক)(৪০) পিতা- মৃত সরাফত উল্লা, সাং- দক্ষিন নরপতি , থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ বর্তমানে- নোয়াপাথারিয়া (শ্বশুর- মৃত সাইদুর রহমান আক্কাছ মিয়ার বাড়ী), থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ কে ২টি গরুসহ গ্রেফতার করা হয়।

এবং একটি লাইটেস গাড়ির ভিতরে করে গরু বহনের কাজে ব্যবহৃত লাইটেস গাড়ি উদ্ধার করা হয়।

আসামীরা দীর্ঘদিন যাবত বানিয়াচংসহ হবিগঞ্জ এর বিভিন্ন থানা এলাকায় গরু চুরি করিয়া আসিতেছেলি মর্মে স্বীকার করে।

আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124589 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 08:31:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group