• হোম > অন্যান্য দল > সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নাই: গিয়াস উদ্দিন পরশ

সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নাই: গিয়াস উদ্দিন পরশ

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১০:০৬
  • ৪৭১

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলাম মানবতার শান্তি ও মুক্তির গ্যারান্টি দেয়। কেননা ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ইসলামের সুমহান আদর্শ যেখানেই স্পর্শ করেছে সেখানেই শান্তির সুবাতাস নিশ্চিত হয়েছে। সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূরীভূত করে সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে ইসলামী অনুশাসন চর্চা ও প্রতিষ্ঠার বিকল্প নাই।

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা আয়োজিত সদস্য সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন (পরশ) উপর্যুক্ত কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ভাবে ইসলামী অনুশাসন চর্চার বন্দোবস্ত না থাকায় মানুষের মাঝ থেকে কল্যাণকামীতা লোপ পাচ্ছে। ব্যক্তির প্রাপ্য সম্মান ও অধিকার আদায় করার আন্তরিকতাটুকুও হারিয়ে যাচ্ছে। সামাজিকভাবে ধর্মীয় শিক্ষার বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়নে কাজ করতে হবে। তবেই মানুষ অনৈতিকতার দর্শন মুক্ত হবে। সাম্য ও মানবিক মর্যাদা ফিরে পাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপনগর থানা সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল আওয়ালের সঞ্চালনায় সদস্য তারবিয়াতে রূপনগর থানা ও আওতাধীন ওয়ার্ড শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124591 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 07:53:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group