• হোম > বিনোদন > অন্তর্জালে ঝড় তুললেন জয়া আহসান

অন্তর্জালে ঝড় তুললেন জয়া আহসান

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১২:২৩
  • ৫৬৪

 ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। এবার নিজের নতুন ছবিতে অন্তর্জালে ঝড় তুললেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেন জয়া আহসান। প্রকাশের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। মাত্র ১৫ মিনিটেই ১১ হাজার প্রতিক্রিয়া ও দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। শেয়ার হয়েছে শতাধিক।

গত ২২ আগস্ট একই পোশাকের আরও কয়েকটি ছবি পোস্ট করেছিলেন জয়া। একেক ছবিতে ভিন্ন ভিন্ন পোজে অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন এই সুন্দরী।

জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এ জন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।

দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন জয়া আহসান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124618 ,   Print Date & Time: Monday, 8 December 2025, 04:21:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group