• হোম > চট্টগ্রাম > উখিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

উখিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১২:২৪
  • ৪৫৭

উখিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।

তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

সিএনজি যাত্রী আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহি উদ্দিন মহিন জানান, হাসপাতালে আনা চারজন মৃত। একজন আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও ভালো নয়। নিহত ও আহতদের নাম কেউ দিতে পারেনি বলে লিপি করা হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124620 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:01:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group