• হোম > স্বাস্থ্যকথা > স্বত্ব লঙ্ঘনের অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

স্বত্ব লঙ্ঘনের অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১২:৩৯
  • ২৯৪৩

স্বত্ব লঙ্ঘনের অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

বিশ্বজুড়ে আলোচিত করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না।

ফাইজারের বিরুদ্ধে স্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছে টিকা উৎপাদন আরেক মার্কিন প্রতিষ্ঠান মডার্না। শুক্রবার বিবৃতি দিয়ে মামলা করার কথা জানায় প্রতিষ্ঠানটি।

জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের ‘এমআরএনএ’ প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারীর আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল বলে দাবি করেছে মডার্না।

জানা গেছে, আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আমেরিকা ও জার্মানিতে মামলা করবে মডার্না। তবে কী পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তা জানা যায়নি।

এদিকে ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মডার্নার এই ঘোষণায় আশ্চর্য হয়েছে। এ অভিযোগের বিরুদ্ধে লড়বে তারা।

মডার্নার আসলে অভিযোগ কী?

মার্কিন জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার দাবি, ফাইজার ও বায়োএনটেক তাদের মেধাস্বত্বের দুটি উপাদান নকল করেছে। একটি হচ্ছে ‘কেমিক্যাল মডিফিকেশন’ নামক উপাদান, যা ২০১৫ সালে মানুষের ওপর প্রয়োগ করেছিলেন মডার্নার গবেষকেরা। এতে টিকা যাতে কোনও অবাঞ্ছিত রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া উসকে না দেয়, তা এড়ানো যায়। আরেকটি হচ্ছে, টিকা যেভাবে ভাইরাসের বাইরে নির্দিষ্ট স্পাইক প্রোটিনকে লক্ষ্যবস্তু বানায়, সেই প্রযুক্তি।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, “আমরা আমাদের উদ্ভাবিত এমআরএনএ প্রযুক্তির প্ল্যাটফর্মকে রক্ষা করার জন্য এই মামলা। এ প্রযুক্তির ক্ষেত্রে আমরা সবার চেয়ে এগিয়ে। কোটি কোটি ডলার এতে বিনিয়োগ করা হয়েছে এবং করোনা মহামারীর কয়েক বছর আগে এর স্বত্ব নিয়েছি আমরা।” সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124626 ,   Print Date & Time: Monday, 15 September 2025, 09:03:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group