• হোম > জাতীয় > ‘সুনির্দিষ্ট তথ্য ছাড়াই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে’

‘সুনির্দিষ্ট তথ্য ছাড়াই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে’

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১৬:০৭
  • ৪৫৫

 ছবি: সংগৃহীত

সুনির্দিষ্ট তথ্য ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের প্রশ্নের প্রেক্ষিতে ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় ভিডিও প্রেজেন্টেশনে তাকে দেখিয়েছি। কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এ সব দেখে তিনি কোনো প্রশ্ন আমাদের করেননি।

তিনি বলেন, হাইকমিশনার সব কিছু বিশ্লেষণ করে তার মতামত দিয়েছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাননি।

যেহেতু বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি তাহলে কি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ভিত্তিহীন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি শুধু মিশেল ব্যাচেলেটের উক্তিটিই করেছি। অনেকেই অনেক কথা বলেন। তথ্য ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, বিএনপির অভিযোগও মিথ্যা প্রমাণ হলো। আমরা সবসময় বলে আসছি, তারা (বিএনপি) একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা রটিয়ে যাচ্ছে। তাদের অভিযোগের ভিত্তি না থাকার কারণেই মিশেল ব্যাচেলেট বাংলাদেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124660 ,   Print Date & Time: Saturday, 27 December 2025, 09:05:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group