• হোম > অন্যান্য দল > সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব : মান্না

সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব : মান্না

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১৬:১১
  • ৩৯৬

বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‌‘বাংলাদেশে যারা দ্রব্যমূল্য বাড়ান তারা সবাই সরকারদলের লোক। এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আমাদের সেই বিশ্বাস আছে আমরা লড়াই করে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব।’

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘এমন কোনো কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজকে এখানে আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ করতো তাহলে কি রাস্তা বন্ধ করে দেওয়া হতো? উল্টো পুলিশ ভাইরা দূর থেকে তাদের দায়িত্ব পালন করত।’

বিক্ষোভ সমাবেশে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124662 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 08:06:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group