• হোম > খেলা > কোনো দলকেই ভয় পাই না, প্রথম ম্যাচ থেকেই জিততে চাই: পাপন

কোনো দলকেই ভয় পাই না, প্রথম ম্যাচ থেকেই জিততে চাই: পাপন

  • রবিবার, ২৮ আগস্ট ২০২২, ১০:১২
  • ৫৬৮

 ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচেই দেখা মিললো আফগান ঝড়ের। সেই ঝড়টা টিম হোটেলে বসে দেখেছে বাংলাদেশ। এমন ম্যাচ দেখে কী কিছুটা ভয়ের সঞ্চার হয়েছে টাইগারদের মনে?

সংযুক্ত আরব আমিরাতে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে ডিনার শেষে অবশ্য ভয়-ডরকে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের বললেন, আমরা কোনো দলকেই ভয় পাই না। প্রথম ম্যাচ থেকেই জিততে চাই।

ক্রিকেটার মধ্যে আত্মবিশ্বাসের ছাপ দেখেছেন বিসিবি সভাপতি। সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে শধু আফগান বধ নয়, সব দলের বিপক্ষে জিততে চায় টাইগাররা।

নাজমুল হাসান পাপন বলেন, আমাদের বেস্ট পার্ট হলো, সবাইকে কনফিডেন্ট মনে হলো। আমি আমার টিম নিয়ে বেশি চিন্তিত। আফগানিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নাই। এটা আমরা সবসময় বলে আসছি। টি-টোয়েন্টিতে আফগানিস্তান খুবই শক্তিশালী দল। প্রত্যেকটা টিমই ভালো। প্রথম খেলায় আফগানিস্তান প্রতিপক্ষ, এদের বিরুদ্ধে জিতলে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতবো।

আফগানদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ শেষে বোঝা যাবে সাকিবের নেতৃত্বে এই দল কতটা সামর্থ্যবান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124700 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 05:34:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group