• হোম > বাংলাদেশ > গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০৯:১০
  • ৪৬৪

 গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে ভাশুরসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। একইসঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির। দণ্ডপ্রাপ্তরা হলেন, ধর্ষণের শিকার গৃহবধূর ভাশুর জিয়া হাওলাদার (৩৫) ও তার স্বজন সিদ্দিক হাওলাদার (৪০)।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই নারীর স্বামীকে খালাস দিয়েছেন আদালত।

এজাহার সূত্রে জানা যায়, জেলার আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে সহিদুল ইসলামের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ভিকটিম গর্ভবতী হলে ২০০৬ সালে সহিদুলের সঙ্গে তার বিয়ে হয়।

পরে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু বিবাহের কিছুদিন পর যৌতুকের জন্য ভিকটিমের স্বামী, ভাশুর, শ্বশুরসহ বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এবং সন্তানসহ ভিকটিমকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ভিকটিম ২০০৭ সালে স্বামী, ভাশুর ও শ্বশুরকে আসামি করে একটি যৌতুক মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বার বার চাপ দিতে থাকেন। কিন্তু ভিকটিম গৃহবধূ তাদের কথামতো মামলা তুলে না নেওয়ায় ২০১১ সালের ২২ আগস্ট রাতে ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ধর্ষণ করে ভাশুর জিয়া হাওলাদার। আর ধর্ষণে সহযোগিতা করে ভিকটিমের স্বামী সহিদুল ইসলাম ও তাদের স্বজন সিদ্দিক হাওলাদার।

এ ঘটনায় ভিকটিমের বাবা একই বছরের ২৫ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124770 ,   Print Date & Time: Tuesday, 23 December 2025, 08:07:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group