• হোম > বিনোদন > চঞ্চল চৌধুরীর চোখ সংরক্ষণ করা উচিত : সৃজিত

চঞ্চল চৌধুরীর চোখ সংরক্ষণ করা উচিত : সৃজিত

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০৯:৪৭
  • ৩৬৯

 ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন- সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন দর্শকের মাঝে। যেকোনো চরিত্রকে বাস্তবের কাছাকাছি পৌঁছে দেওয়ার এক বিশেষ প্রতিভা রয়েছে এই অভিনেতার।

বড় পর্দায় চঞ্চল চৌধুরী বরাবরই প্রশংসিত। এখন পর্যন্ত সেই চরিত্রগুলোর বেশ কয়েকটিতেই কয়েদির ভূমিকায় দেখা গেছে তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। সেখানেও জেলবন্দি আসামি রূপে ধরা দিয়েছেন চঞ্চল চৌধুরী। অনবদ্য অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

শুধু দর্শক নয়, ভারতের খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জিও চঞ্চলের অভিনয়ে মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ‘বাইশে শ্রাবণ’র নির্মাতা।

সৃজিত লেখেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য চঞ্চল চৌধুরীর চোখ অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত। ’ সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন ‘কারাগার’ ও ‘হইচইবাংলাদেশ’।

সৃজিতের পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা।’

সেই মন্তব্যের জবাবে সৃজিত লেখেন, ‘আপনার মতো শিল্পীর মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই। শুধু সাধারণ দর্শক হিসেবে মনে হলো। আপনি আমাদের গোটা উপমহাদেশের গর্ব।’

গত ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার’। সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় এতে চঞ্চল চৌধুরী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124788 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 06:09:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group