• হোম > আন্তর্জাতিক > সিরিয়ার গবেষণা স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল, জানাল রুশ সেনারা

সিরিয়ার গবেষণা স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল, জানাল রুশ সেনারা

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১১:১২
  • ৪১৯

 ছবি: সংগৃহীত

সিরিয়ার গবেষণা স্থাপনায় ৪টি যুদ্ধবিমান চারটি ক্রুজ মিসাইল এবং ১৬টি গাইডেড বোমা ফেলেছে ইসরায়েল। সিরিয়ায় অবস্থান করা রুশ সেনারা এই তথ্য জানিয়েছে। রুশ সংবাদ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে, গত বৃহস্পতিবার মাসইয়াফ শহরে এই হামলা চালায় ইসরায়েল।

তাস এবং আরআইএর খবরে বলা হয়েছে, সিরিয়ার সেনারা রাশিয়ার তৈরি যুদ্ধবিমান-বিরোধী অস্ত্র ব্যবহার করে দুইটি ক্ষেপণাস্ত্র এবং সাতটি গাইডেড বোমা ভূপাতিত করে। তবে আক্রমণে গবেষণা স্থাপনার সরঞ্জামাদি ধ্বংস হয়ে গেছে বলে রুশ জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন।

২০১৫ সাল থেকে রুশ সেনারা সিরিয়ায় অবস্থান করছে। সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে রক্ষায় তারা কাজ করেছে।

বেশ কয়েক বছর যাবত ইসরায়েল সিরিয়ার আকাশসীমায় ঢুকে হামলা করছে। ইরানপন্থি মিলিশিয়ারা যাতে সিরিয়ায় শক্ত ঘাঁটি গড়তে না পারে তার জন্য এই হামলা বলে দাবি করে ইসরায়েল। সূত্র: রয়টার্স


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124816 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:55:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group