• হোম > অর্থনীতি > ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার

২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১১:৪৩
  • ৩৫৯

 ফাইল ছবি

চলতি মাসের (আগস্ট) প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। ডলার প্রতি ৯৫ টাকা ধরে যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা।

রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো এইমাসেও সবচেয়ে বেশি ৩৫ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরই রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার।

সবমিলিয়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে, জুলাই মাসে প্রবাসী ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। জুনে পাঠিয়েছে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। মে মাসে পাঠিয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124826 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 05:45:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group