• হোম > বিএনপি > ‘জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে, তাই সমাবেশে পুলিশ গুলি করছে’

‘জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে, তাই সমাবেশে পুলিশ গুলি করছে’

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১৪:৪২
  • ৩৭৫

 ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতেই সন্ত্রাস আছে। তাই তারা বিএনপির সভা-সমাবেশে হামলা করছে।

তিনি বলেন, জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। তাই বিএনপির সমাবেশে পুলিশ নির্বাচারে গুলি করছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করে। তাই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না।

এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124835 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 08:43:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group