• হোম > আওয়ামীলীগ > ‘বিএনপির নোংরা বোঝা কাঁধে নিতে চায় না বলেই জোট ছাড়ছে জামায়াত’

‘বিএনপির নোংরা বোঝা কাঁধে নিতে চায় না বলেই জোট ছাড়ছে জামায়াত’

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১৫:০৬
  • ৪২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। ছবি- ফোকাস বাংলা

জামায়াতে ইসলামী বিএনপির নোংরা বোঝা কাঁধে নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি রাজনীতি করে জ্বালাও-পোড়াওয়ের। তাদের এই নোংরা বোঝা জামায়াত কাঁধে নিতে চায় না বলেই তারা জোট ছাড়ছে।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার (২৯ আগস্ট) দুপুরে জতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলছিলেন আব্দুর রহমান। যুব মহিলা লীগ অনুষ্ঠানটির আয়োজন করে।

বিএনপির বড় উইকেট পড়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলেন, ‘জামায়াত বিএনপির সাথে জোট ছেড়ে দেওয়ায় এখন তাদের ভোটের বাক্স একেবারে খালি। তাই তারা নির্বাচনে আসতে চায় না।’

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার কথা স্মরণ করে তিনি বলেন, ‘একটি জাতিকে নিশ্চিহ্ন করে দিতে মহান নেতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। সেখানেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ছিলো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মেহের আফরোজ চুমকি, অপু উকিলসহ যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124841 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 03:17:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group