• হোম > বিনোদন > ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শাকিব খান

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শাকিব খান

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১৫:১৮
  • ৪৪৩

বিক্রম কুমার দোরাইস্বামী ও শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সাক্ষাতে চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। রবিবার (২৮ আগস্ট) শাকিব খান ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন শাকিব নিজেই।

সোমবার (২৯ আগস্ট) সে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন এই অভিনেতা। ছবিতে বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে উচ্ছ্বসিত শাকিব খানকে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল গতকাল (রবিবার), ঢাকায় নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সৌজন্যমূলক সেই সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।’

উল্লেখ্য, দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে সেদিন বিমানবন্দরে ভিড় করেছিল শত শত শাকিবভক্ত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124843 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 02:20:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group