• হোম > ধর্ম > ঋণের বোঝা থেকে মুক্তির আমল

ঋণের বোঝা থেকে মুক্তির আমল

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১৬:৪৬
  • ৬৩৪

ঋণের বোঝা থেকে মুক্তির আমল

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় চাইতেন ঋণের বোঝা ও কষ্ট থেকে। যার ফলে তা আদায় করা অক্ষম হয় তা থেকে। দুশমনের বিজয় ও সাহায্য লাভ থেকে এবং তার দেহ পরিবার ও ধনসম্পদের মধ্যে যে সব বিপদ আপদ আসে তাতে দুশমনদের খুশি ও উল্লাস প্রকাশ করা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হাদিসের বিশুদ্ধ বর্ণনায় তা ফুটে ওঠেছে। হজরত আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণিত-

اللَّهُمَّ إنِّي أعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وغَلَبَةِ الْعَدُوِّ، وشَمَاتَةِ الأعدَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া গালাবাতিল আদুয়্যি ওয়া শামাতাতিল আদায়ি।’

অর্থ : ‘হে আল্লাহ আমি ঋণের বোঝা, দুশমণের প্রাধান্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি।’ (নাসাঈ, মুসনাদে আহমাদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঋণের বোঝা ও কষ্ট যার ফলে তা আদায় করা অক্ষম হয় তা থেকে এবং তার ওপর দুশমনের বিজয় ও সাহায্য লাভ থেকে এবং তার দেহ পরিবার ও ধন-সম্পদের মধ্যে যে সব বিপদ-আপদ আসে তাতে দুশমনদের খুশি ও উল্লাস প্রকাশ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণের বোঝাসহ শত্রুর দুশমনি থেকে মুক্তিতে বেশি বেশি আশ্রয় চাওয়ার তাওফিক দান করুন। আমিন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124863 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 02:09:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group