• হোম > আন্তর্জাতিক > বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০৮:১৭
  • ৩৭৬

 বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা এপি ও এএফপি জানায়, নিহতের সংখ্যা অন্তত ১৫। এছাড়া আহত হয়েছে প্রায় ৩৫০ জন।

গ্রিন জোন এখন যুদ্ধক্ষেত্র
বাগদাদ থেকে আলজাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ইরাকি রাজধানীর গ্রিন জোন এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। নানা জায়গায় বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে।

সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান
আলজাজিরার প্রতিনিধি দোরসা জাব্বারি তেহরান থেকে জানান, ইরানি কর্তৃপক্ষ ইরাকগামী সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে, তার নাগরিকদেরকে ইরাক সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যকার সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ।

‘আগাম নির্বাচন হবে বিপর্যয়কর’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েল মিডল ইস্ট ইনিশিয়েটিভের গবেষণা ফেলো মারসিনি আলশামারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আল-সদরের দাবি মেনে নিয়ে আগামী নির্বাচন দেয়া হলে তা ইরাকি গণতন্ত্রের জন্য বিপর্যয়কর হবে।

তিনি বলেন, আগাম নির্বাচন দেয়া হলে রাজনৈতিক দলগুলোর অবস্থা বদলে যাবে।

সূত্র : আলজাজিরা ও ডেইলি সাবাহ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124875 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:38:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group