• হোম > রংপুর > রাজারহাটে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রাজারহাটে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০৯:২৯
  • ৪২৭

রাজারহাটে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন ২০৪১, সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, সামাজিক ও যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে ও রাজারহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর ও একুশে পদক প্রাপ্ত বরেণ্য আইনজীবি ও রাজনীতিক এস এম আব্রাহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ও অভিভাবক সদস্য নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124881 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:51:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group