• হোম > রংপুর > কুড়িগ্রাম স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী স্কুলভিত্তিক দাবা প্রতিযোগীতা শুরু

কুড়িগ্রাম স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী স্কুলভিত্তিক দাবা প্রতিযোগীতা শুরু

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০৯:৫৫
  • ৩৫৯

কুড়িগ্রাম স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী স্কুলভিত্তিক  দাবা প্রতিযোগীতা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাস্টার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগীতা-২০২২। ‘মার্কস এ্যাক্টিভ স্কুল চেজ চ্যাম্প’ নামে এ খেলার আয়োজন করে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগীতায় জেলার ৯টি শিক্ষা প্রথিষ্ঠানের ৫৪জন শিক্ষার্থী সুইসলীগ পদ্ধতিতে এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান জানান, উদ্বোধনী দিনে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৯টি দল অংশ গ্রহন করে। সুইস লীগ মানে সব দল সব দলের সাথে খেলার সুযোগ পাবে। এভাবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হলেও চ্যাম্পিয়ন দল যাবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায়। অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খলিলগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এবং ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, নেতৃত্বের ও বুদ্ধিমত্ত্বার বিকাশ এবং সুস্থ্য মানসিকতার আগামী গড়তে সরকার স্কুল পর্যায়ে দাবা খেলাকে জনপ্রিয় করতে এ উদ্যোগ নিয়েছেন। এতে সাড়া মিলছে ব্যাপক। মেধার বিকাশ ঘটছে তৈরী হচ্ছে আগামীর গ্রান্ডমাস্টার।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি। দাবা খেলা মানুষের মেধা ও মননের বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে স্কুল ভিত্তিক এ দাবা প্রতিযোগীতা বিপ্লব ঘটাবে বলে বিশ্বাস আমাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124889 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 06:48:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group