• হোম > নারী ও শিশু > হবিগঞ্জের বাহুবলে নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১০:০৮
  • ২১৫৬

প্রতীকী ছবি

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের দু’দিন পর খোয়া থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার( ২৯ আগস্ট২২) ইং সকালে উপজেলার কামাইছড়া চা বাগানের সার্বজননী খোয়া থেকে গীতা নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ ।

জানা যায়, বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানের মৃত মহাবীর দাসের মেয়ে গীতা দাস(২০) অন্তঃসত্ত্বা।

গীতা স্বামী বর্মিক দাসকে সাথে নিয়ে পিতার বাড়ি কামাইছড়ায় থাকে।গত ২৭ আগস্ট ভোর রাতে গীতার প্রসাব ব্যাথা শুরু হলে বাগানের রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে।

এ সময় স্বামী বর্মিক দাসও গীতার সাথে সাথে দৌড়াতে থাকে। এক পর্যায়ে বাগানের তিন রাস্তার মোর থেকে গীতা রাস্তা ভুলে নিখোঁজ হয়ে যায়। পরে গীতার স্বামী ও স্বজনরা বাগানের বিভিন্ন স্থানে খোজাখুজি করেও গীতার সন্ধান পায়নি।

সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বাগানের খোয়ার মধ্যে গীতার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে গীতার মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে এস আই সোহেল আহমেদ গীতার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগানের একটি খোয়া থেকে গীতার মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124893 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 07:52:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group