• হোম > ফটো গ্যালারী | সিলেট > ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন ২ ভাইয়ের মৃত্যু

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন ২ ভাইয়ের মৃত্যু

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১২:১১
  • ৩৪৪০

 ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন ২ ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় শালদিগা হাওরে মাছ ধরতে গিয়ে সহোদর দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার ভোর রাতের দিকে ঝড়ের ভেতর বজ্রপাতের আক্রান্ত হয়ে তারা মারা যান।

জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার তিন ছেলে সোমবার দিবাগত গভীর রাতে নৌকাযোগে পাশের শালদিগা হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। সেখানে ভোর ৫টার দিকে ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় বজ্রপাতের একটি গোলা তাদের নৌকায় পড়লে খোকন মিয়া (৪২), তার ভাই জিলন মিয়ার (৩০) শরীর বজ্রপাতের আঘাতে ঝলসে যায়। স্বজনরা খবর পেয়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সহোদর দুই ভাই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124911 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 04:43:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group