• হোম > আন্তর্জাতিক > ‘বন্যায় সম্পূর্ণ তলিয়ে গেছে পাকিস্তানের এক-তৃতীয়াংশ’

‘বন্যায় সম্পূর্ণ তলিয়ে গেছে পাকিস্তানের এক-তৃতীয়াংশ’

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৪:১৪
  • ৪৫৬

 ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইতোমধ্যে বন্যার পানিতে দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে।

পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিধ্বংসী আকস্মিক এ বন্যায় ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এ বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।

জলবায়ু মন্ত্রী শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সেচে ফেরার জন্য কোনও শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন।

এ বছরের জুন মাসে পাকিস্তানে বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারী বর্ষণ আর হয়নি। এ বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে দেশটির সরকার।

শেরি রেহমান বলেন, “আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা এর আগে কখনও এ পরিস্থিতি দেখিনি।” সূত্র: বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124925 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:59:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group