• হোম > জাতীয় > ভারতে আটক ৮৮ জেলে দেশে ফিরেছে

ভারতে আটক ৮৮ জেলে দেশে ফিরেছে

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৪:৩৮
  • ৪৬৬

 ছবি: সংগৃহীত

ছয় মাস ভারতে আটক থাকার পর ৮৮ বাংলাদেশি জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় তাদের ফেরত আনা সম্ভব হয়েছে।

হস্তান্তর কালে বিজিবি ও বিএসএফের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সাতক্ষীরা ও অতিরিক্ত পুলিশ সুপার, শ্যামনগর থানা, স্থানীয় জনপ্রতিনিধি, কক্সবাজার থেকে আগত প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘন কুয়াশার কবলে পড়ে ‘এফবি শাহ আমানত’ এবং ‘এফবি সোনার মদিনা ২’ নামক দুটি ফিশিং ট্রলার। এসব ফিশিং ট্রলারে ৮৮ বাংলাদেশি জেলে ছিলেন। পরে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় তাদের প্রবেশের দায়ে ভারতীয় কোস্টগার্ড আটক করে। এদেরকে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রাখে। বাংলাদেশ সরকার আইনি সব প্রক্রিয়া শেষে আজ তাদের দেশে ফিরিয়ে আনে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124935 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 08:08:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group