• হোম > অন্যান্য দল | নির্বাচনী সংবাদ > জামায়াত কোনো নামেই নিবন্ধন পাবে না: ইসি

জামায়াত কোনো নামেই নিবন্ধন পাবে না: ইসি

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৪:৪৩
  • ৫৪২

 ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই এ দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই।

সোমবার আগারগাঁও নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াত ইসলাম অন্য নামে আবেদন করলে নিবন্ধন পাবে কি না, এমন প্রশ্নে মো. আলমগীর বলেন, একই মানুষ আসবে কি না, তা বলতে পারব না। যারা আবেদন করছেন, যদি দেখি যে ক্রাইটেরিয়া মেলে না, তাহলে তো নিবন্ধন দিতে পারব না।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালতের আদেশ পরিবর্তন হলে অন্য কথা। তবে অন্য নামে হলেও জিনিস তো একই। দলের গঠনতন্ত্র যদি আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তো কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন সাবেক এ ইসি সচিব।

কয়েকদিন ধরে জামায়াতের বিএনপি ছাড়া এবং নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধন নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে এসেছে বিভিন্ন মহলে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124938 ,   Print Date & Time: Friday, 16 January 2026, 01:51:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group