• হোম > বিনোদন > ‘আমি আর বাংলাদেশের সংস্কৃতি একই জিনিস, দুটোই নষ্ট’

‘আমি আর বাংলাদেশের সংস্কৃতি একই জিনিস, দুটোই নষ্ট’

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৪:৪৮
  • ৫৩৪

 ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। বিভিন্ন সময় ব্যক্তিজীবনের নানান ঘটনায় আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ খ্যাত জেসিয়া ইসলামের সঙ্গে প্রেমের বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সালমান মুক্তাদির। নিজের কাজের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন তিনি। এবার নিজেকে ও দেশের সংস্কৃতিকে নষ্ট দাবি করলেন এ অভিনেতা।

সোমবার (২৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন সালমান মুক্তাদির। ক্যাপশনে লেখেন, ‘আমি আর বাংলাদেশের সংস্কৃতি একই জিনিস। দুটোই নষ্ট হয়ে গেছে।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। তার দাবি, তিনি যুদ্ধ করেছেন, তবে এখনও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। সেই ভিডিওটি নিজের পেজে শেয়ার করে সালমান মুক্তাদির লেখেন, ‘যে দেশে একজন মুক্তিযোদ্ধাকে এখনও রিকশা চালাতে হয়, সেই দেশে কালচার না, হিউম্যানিটি ফোকাস করা বেশি জরুরি। কেউ কি আমাকে এই ভদ্রলোকের তথ্য দিয়ে সাহায্য করবেন? আমি তার কথায় মুগ্ধ। তার মধ্যে এত শক্তি এবং প্রজ্ঞা। মন্তব্যের ঘরে রাজনৈতিক শুঁয়োররা তাকে অসম্মান করার চেষ্টা করছে, যা খুবই বিব্রতকর। অকেজো মানুষ আর তাদের অপদার্থ সংস্কৃতিতে ভরা, কী ভয়ানক দেশ।’

এর আগ আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের সোসাইটিতে সেটাই সবচেয়ে বড় পাপ, যে পাপ সে নিজে করতে পারে না। যে মদ খায়, তার কাছে শুয়োর হারাম। যে গায়ে হলুদে নাচবে, তার কাছে ক্লাবিং হারাম। যে মিথ্যা বলে, তার কাছে ঘুষ খাওয়া হারাম। যে সিগারেট খায়, তার কাছে সেক্স হারাম। যে অলস, তার কাছে বাইরে এন্টারটেইনমেন্ট হারাম। যে চুরি করে বিশাল টাকা কামিয়েছে, তার কাছে নেশা হারাম। যে বউ পিটায়, গালাগালি করে; তার কাছে ডিভোর্স হারাম। আমরা এক হারামের পেছনে হারামি লুকিয়ে এতদূর এসেছি। জাতি হিসেবে আমরা আরামপ্রিয় না হলেও ভালোই হারামপ্রিয়।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124940 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 03:46:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group