• হোম > অন্যান্য দল > ‘তেলের দাম পাঁচ টাকা কমানো শুধু হাস্যকরই নয়, জনগণের সঙ্গে তামাশা’

‘তেলের দাম পাঁচ টাকা কমানো শুধু হাস্যকরই নয়, জনগণের সঙ্গে তামাশা’

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৫:০১
  • ৪০৮

 ফাইল ছবি

জ্বালানি তেলের দাম মাত্র পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত শুধু হাস্যকরই নয়, এটা জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা বলে বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, আমরা সব সময় দেখে ও বলে আসছি, সরকারের জ্বালানি নীতি ও কৌশল ভুল, দুর্নীতিগ্রস্ত, লুটেরাবান্ধব। সরকার জানে, জ্বালানির সঙ্গে দেশের অর্থনীতি-দ্রব্যমূল্য-খাদ্য নিরাপত্তার নিবিড় সম্পর্ক আছে। তারপরও সরকার এ খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নেয়নি। করোনার সময় যখন বিশ্ববাজারে দাম সর্বনিম্ন পর্যায়ে ছিল তখন তা আমদানি করে বেশি দামে মানুষের কাছে বিক্রি করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম লিটারে ৩৪, ৪৪ ও ৪৬ টাকা বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার তার আর্থিক সংস্থান ও আইএমএফের শর্তের কাছে দেশের মানুষকে সঁপে দিয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিভিন্ন সময়ে জ্বালানির দাম বাড়ালেও যুদ্ধের অজুহাতে এবারের মূল্যবৃদ্ধি ছিল আরও নিষ্ঠুর। তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি-বাম গণতান্ত্রিক জোটসহ অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ কিরেছে। এ কারণে তেলের দাম মাত্র পাঁচ টাকা কমানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত শুধু হাস্যকরই নয়, এটা জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা।

বিশ্ব বাজারে যখন দাম কমছে তখন সরকার এখানে মুখ রক্ষার নামে মানুষের সঙ্গে যে রসিকতা করছে তার ভেতর দিয়ে সরকারের মনোভাব আবারও পরিষ্কার হলো। বুঝা গেছে যে সরকার সাধারণ মানুষের মতামতের গুরুত্ব দেয় না। তাদের লক্ষ্য ধনী লুটেরাদের স্বার্থ রক্ষা করা।

এসময় বিশ্ববাজারে তেলের দাম কমে আসার প্রেক্ষিতে দেশেও দাম কমানো, জনবান্ধব জ্বালানি নীতি গ্রহণ, জ্বালানি খাতের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ করার দাবি জানান নেতাকর্মীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124946 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:47:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group