• হোম > আইন-অপরাধ | খুলনা | স্বাস্থ্যকথা > চুয়াডাঙ্গায় দু’টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চুয়াডাঙ্গায় দু’টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৭:২৩
  • ২০৩৩

 চুয়াডাঙ্গায় দু’টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম এ আদেশ প্রদান করেন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারা দেশে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার শহরের বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এ সময় সদর হাসপাতালের সামনে চুয়াডাঙ্গা আল্ট্রাসনোগ্রাফী সেন্টারের লাইসেন্স ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং নিউ সেবা এক্সরে সিলগালা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম বলেন, অনিবন্ধিত কোন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেয়া হবে না। আজ থেকে শুরু হয়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ডা. তারিক জোনায়েত ও ডা. মারভিন অনিক চৌধুরী।

সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের নাজির সাজিদ হাসান ও সদর থানা পুলিশের একটি টিম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124963 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 07:42:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group