• হোম > বিনোদন > এটা একেবারে ভুয়া খবর: শাকিব খান

এটা একেবারে ভুয়া খবর: শাকিব খান

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ০৮:৩৬
  • ৩৪২

 এটা একেবারে ভুয়া খবর: শাকিব খান

ফেসবুকে তর্কে জড়িয়ে টালিউডপাড়ায় তোলপাড় ফেলে দিয়েছেন কলকাতার প্রযোজক রানা সরকার ও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

সেসব তর্কের স্ক্রিনশট পোস্ট করে রানা সরকার দাবি করেন, জয়জিতের পরিবারের লোক ঢালিউড সুপারস্টার শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। শাকিব খানকে জিজ্ঞেস করলেই এর সত্যতা জানা যাবে।

প্রযোজক রানার এমন দাবির সত্যতা নিশ্চিতে শাকিব খানকে জিজ্ঞেস করলে তিনি জানান, এটা একেবারে ভুয়া খবর। টাকা নিয়ে প্রতারণার খবর তো দূরের কথা, তাকে নিয়ে তুমুল তর্কে লিপ্ত হওয়া রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কাউকে তিনি চেনেনই না।

মঙ্গলবার সকালে ফেসবুকে শাকিব খানকে নিয়ে ভয়ংকর বাগবিতণ্ডায় জড়ান রানা সরকার ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

রানা সরকারকে ‘নির্লজ্জ, আজব জীব’ বলে কটূক্তি করেন জয়জিৎ। জবাবে রানা অভিযোগ করেন, জয়জিতের পরিবারের লোকজন শাকিব খানের। ঢাকাই ছবির এ নায়কের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

সেই অভিযোগ করে একটি পোস্ট দিয়ে শাকিব খানকে ট্যাগও করেন রানা সরকার।

পোস্টে রানা লেখেন, ‘জয়জিৎ ব্যানার্জীর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। এরপরও বড় বড় কথা, আজব লোক। স্ক্রিনশটগুলো থাকলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’

আর এমন পোস্ট ও অভিযোগের বিষয়ে দেশের এক গণমাধ্যমকে শাকিব খান বলেছেন, গোটা খবরটাই ভুয়া! যাদের চিনিই না, তাদের সার্থে টাকা-পয়সার লেনদেনে কেন যাব!

তবে কেন তার নাম এলো কলকাতার চলচ্চিত্র সংশ্লিষ্ট এ ব্যক্তির বাগবিতণ্ডায়?

এ প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, খবরে আসার জন্য তারা হয়ত শাকিব খান নামটি জড়িয়ে তর্ক করেছেন।

এ নায়কের বলেন, ‘এটা একেবারে ভুয়া খবর। রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারও সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি ভারতে কাজ করেছি, তখন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু এই নামে কারও কথা মনে করতে পারছি না। যাদের কথা মনে করতে পারছি না, তাদের কারও সঙ্গে অর্থনৈতিক লেনদেন করার তো প্রশ্নই আসে না। পুরো বিষয় শুনে মনে হচ্ছে, এটা তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব। আমার নামটা জড়ালে হয়তো খবরে আসা যাবে, তাই এমনটা করেছে। আমার মনে হয়, শাকিব খান নামটা জড়িয়েছে শুধু আলোচনায় আসতে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের শিরোনামে তো তারা এসেছে ঠিকই।’

এদিকে এমন অভিযোগ অস্বীকার করেছেন জয়জিৎ নামের ওই টালিউড অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয়জিৎ বলেন, ‘আমি অভিনেতা হয়ে একজন অভিনেতার থেকে কেন ৩০ লাখ টাকা নেব? শুধু আমাকে নয়, জীতু, কমল থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—সবাইকে নিয়েই রানা সরকার মিথ্যা অভিযোগ করে। একটা লোক কতটা নিচে নামলে আমার স্ত্রী ও ছেলেকে এ বিষয়ে টেনে আনে। খুব শিগগির আমি রানা সরকারের জবাব দেব। তার বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা নিয়েছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124993 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 06:05:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group