• হোম > জাতীয় > শমসের মবিনের বাসায় ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

শমসের মবিনের বাসায় ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ১১:৪৬
  • ১০৯৩

 ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরীর সাথে ডিনারে অংশ নিলেন ভারত ও যুক্তরাজ্যসহ সাত প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে তার বনানী ডিওএইচএসের বাসায় যান রাষ্ট্রদূতরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন।

জানা গেছে, বাংলাদেশে দায়িত্ব শেষ করতে যাওয়া ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সম্মানে ঘরোয়াভাবে এই আয়োজন করেন শমসের মবিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার সেভেনডে্, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন ও ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

প্রসঙ্গত, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শমসের মবিন চৌধুরীকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৫-২০০৭ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে ২০০৭ সালে অবসর গ্রহণের পর ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। ২০০৯ সালে দলের ভাইস চেয়ারম্যান হন তিনি।

পরে ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে লেখা এক চিঠির মাধ্যমে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ান শমসের মবিন চৌধুরী। এর পর তিনি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125048 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 07:58:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group