• হোম > জাতীয় > আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা সবচেয়ে বেশি ‘দুর্নীতিগ্রস্ত’ খাত: টিআইবি

আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা সবচেয়ে বেশি ‘দুর্নীতিগ্রস্ত’ খাত: টিআইবি

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ১৩:৫৯
  • ৪০৯

 আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা সবচেয়ে বেশি ‘দুর্নীতিগ্রস্ত’ খাত: টিআইবি

দেশের সেবা খাতে ২০২১ সালে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। এখানে সেবা নিতে গিয়ে ৭৪ দশমিক ৪ শতাংশ খানা (পরিবার বা ছোট গোষ্ঠী বিশেষ) কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে।

দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে এরপরই রয়েছে পাসপোর্ট অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।এরপরে রয়েছে- বিচারিকসেবা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ভূমি।

টিআইবির ‘সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২১’-এ উঠে এসেছে এসব তথ্য। বুধবার রাজধানীর ধানমণ্ডির টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির গবেষক ফারহানা রহমান এ তথ্য পেশ করেন।

দুর্নীতি ও ঘুষের ওপর ভিত্তি করে জরিপের ফলের ভিত্তিতে এ চিত্র প্রকাশ করা হয়েছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ের সেবার ওপর এই জরিপ করা হয়।

এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে দুর্নীতিতে কিছুক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। বিচারিক খাতের দুর্নীতিও উদ্বেগজনক। যারা অনিময় করছেন, তারা ঘুসকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। যারা দিচ্ছেন তারা জীবনযাপনের অংশ করে নিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125056 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 02:14:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group