• হোম > খুলনা | বাংলাদেশ > মাগুরায় হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

মাগুরায় হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ১৫:২৬
  • ৪৫৩

 মাগুরায় হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

মাগুরায় চাঞ্চল্যকার পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসিসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমীন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেন মামলার প্রধান আসামি সেলিম আজাদ, যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন, রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন মোহাম্মদ খালিদ।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে প্রধান আসামি সেলিম আজাদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে নিহত মেহেদী হাসান পাভেলকে তার বাড়ি থেকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার পর পাভেলের লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩ টার দিকে স্বজনদের খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। এ বিষয়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।
আদালতের এ রায়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু সন্তোষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, দীর্ঘ দিন পরে হলেও এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান এ রায়ে অসন্তোষ্টি প্রকাশ করে তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125079 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:30:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group