• হোম > আওয়ামীলীগ > ছাত্রলীগকে অর্থের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগকে অর্থের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ১৫:২৮
  • ৪০৪

 ফাইল ছবি

ছাত্রলীগের নেতাকর্মীদের অর্থ সম্পদের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সংগঠন করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন। তবে এখন মন্ত্রিত্ব পেতে অনেকে সংগঠন করে। সংগঠন শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীদের সেরকম মনমানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গ্রুপ ভারি করার জন্য যাকে তাকে দলে ঢোকানো যাবে না। এ বিষয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125083 ,   Print Date & Time: Friday, 31 October 2025, 09:32:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group