• হোম > ঢাকা > কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন ও আলোচনা সভা

কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন ও আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২০
  • ৪৫১

কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন ও আলোচনা সভা

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর)

“খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবুজ আন্দোলনের কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী ও ৪থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সংগঠনের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি আফসার খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারীসহ অন্যান্যরা।

এসময় ওই সংগঠনের নেতাকর্মী, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় লোকজন। এর আগে ওই সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু হাইটেক সিটি সংলগ্ন কালিয়াকৈর পৌরসভার লতিফপুর-জানেরচালা সড়কের দু-পাশে সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125162 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:03:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group