• হোম > আন্তর্জাতিক > চীনকে সাথে নিয়ে বিশাল সামরিক মহড়া শুরু রাশিয়ার

চীনকে সাথে নিয়ে বিশাল সামরিক মহড়া শুরু রাশিয়ার

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০
  • ৪৫৩

সংগৃহীত ছবি

চীনের সেনাদের সঙ্গে নিয়ে সপ্তাহব্যাপী বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়ার নাম দেওয়া ভস্তোক।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া ও চীনের সেনারা এমন সময় মহড়া করছে যখন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া বৃহৎ এই মহড়ার অন্যতম লক্ষ্য—ইউক্রেনে যুদ্ধে থাকা সত্ত্বেও রাশিয়ার যথেষ্ট সামরিক শক্তি আছে সেটা দেখানো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভস্তোক নামে এই মহড়া চলবে। রাশিয়ার সুদূর পূর্ব এবং জাপান সাগরে এই মহড়ায় সাতটি ফায়ারিং রেঞ্জে ৫০ হাজারের বেশি সেনা যুক্ত রয়েছে। এছাড়া আছে ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি যুদ্ধজাহাজসহ ৫ হাজার সমরাস্ত্র ইউনিট।

রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ব্যক্তিগতভাবে এই মহড়া তদারক করছেন। মহড়ায় চীন ছাড়াও ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া এবং সিরিয়ার সেনারা যুক্ত আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125196 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 11:43:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group