• হোম > বাংলাদেশ > হরিরামপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

হরিরামপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬
  • ৪৭৩

 হরিরামপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ও গোপীনাথপুর ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গালা ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ রায়, হরিরামপুর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস, গোপীনাথপুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এস আই আব্দুস সালাম, গালা ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা মোস্তফা আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ ই আকাশ, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিতোষ কর্মকার, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য গাজী দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা, যুবলীগ নেতা এফ. এ. আক্কাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক মাধব কুমার হালদার সহ গোপীনাথপুর ও গালা ইউনিয়নের পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দিক নির্দেশনামূলক বক্তব্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, “কাঁচা মন্দির যেগুলো আছে, সেগুলো পাকা করার ব্যবস্থা করবেন। এজন্য আমারও যদি আপনাদের আর্থিক সহযোগিতা করতে হয়, সেটাও আমি করব। আপনারা সবাই সজাগ থাকবেন। কোনো দুষ্কৃতকারীর রেহায় নেই। প্রত্যেকটা মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতিমা বির্সজনের জন্য সরকারি নির্দেশনানুযায়ী সঠিক সময় বির্সজন করতে হবে। ধর্মীয় উপাসনালয় পবিত্র স্থান। এটাকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করতে হবে।”

কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা বাহিনীকে আগে জানাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না বলেও তিনি জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125204 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:44:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group