• হোম > খেলা > অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩
  • ৪২৭

 ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। টাউন্সভিলির টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে তারা।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে পৌঁছেছে ৩৯ ওভারে। উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাভা ৭২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।ওপেনার মারুমানি খেলেছেন ৩৫ রানের ইনিংস। এছাড়া কাইতানো ১৯, টনি মুনিয়োঙ্গা ১৭ ও রায়ান বার্ল ১১ রান করেন।

এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩১ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ৯৪ রানই এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৯৬ বলে ২টি ছক্কা ও ১৪টি চার মারের এই বাঁহাতি। ২২ বলে ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই দুইজন ছাড়া আরো কোনো অজি ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125252 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:27:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group