• হোম > বিএনপি > বিএনপি এবার কোনোভাবেই পরাজিত হবে না : ফখরুল

বিএনপি এবার কোনোভাবেই পরাজিত হবে না : ফখরুল

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০২
  • ৪০৭

 ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবার কোনোভাবেই পরাজিত হবে না। বিজয় ছাড়া কোনো বিকল্প পথ নেই।

শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, পুলিশ ও আওয়ামী লীগ সরকার বিএনপিকে কোনো ছাড় দেবে না। জনগণের শক্তি দিয়ে ছাড়টা আদায় করে নিতে হবে। আমাদের কোনো বিভ্রান্ত থাকার সুযোগ নেই। ভোলায় নুরে আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।

তিনি বলেন, সরকার বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্য আমাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের লড়তে হবে। আমাদের তো অনেক বয়স হয়েছে। আমরা ছাত্র অবস্থা থেকে এই লড়াই লড়ছি। আমাদেরকেও এই লড়াই চালিয়ে যেতে হবে। আর আজকে এই লড়াইয়ের দায়িত্ব এসে পড়েছে তরুণ সমাজের ওপর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125268 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 05:38:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group