• হোম > আন্তর্জাতিক > তিন বছরে বাংলাদেশ-ত্রিপুরা বাণিজ্য বেড়েছে ১৫৮ শতাংশ

তিন বছরে বাংলাদেশ-ত্রিপুরা বাণিজ্য বেড়েছে ১৫৮ শতাংশ

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩
  • ৪৩২

 ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তের সঙ্গে লাগোয়া ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে দেশের বাণিজ্য গত তিন বছরে বেড়েছে ১৫৮ শতাংশ। ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বাণিজ্য ছিল ৩৯০ দশমিক ৬৮ কোটি রুপি, বর্তমানে তা পৌঁছেছে ১ হাজার ৮ দশমিক ৪ কোটি রুপিতে।

তবে ট্রেড ভলিউম বাড়লেও এখনও দ্বিপাক্ষিক বাণিজ্যে কিছু সমস্যা রয়ে গেছে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব অভিষেক চান্দ্রা জানান, বাণিজ্যের পরিমাণ বাড়লেও বাংলাদেশ ও ত্রিপুরার বাণিজ্য এখনও ভারসাম্যপূর্ণ নয়। কারণ, ত্রিপুরা থেকে বাংলাদেশের পণ্য আমদানির হার মাত্র ৩০ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশ থেকে ত্রিপুরার পণ্য আমদানির হার ৭০ শতাংশ।

ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিষেক বলেন, ‘আরও কিছু সমস্যা রয়ে গেছে। আগে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত এলাকায় দু’টি ‘সীমান্ত হাট’ চালু ছিল। ফলে পণ্য আমদানি-রপ্তানি অনেক সহজে ও দ্রুততার সঙ্গে করা যেত। কিন্তু মহামারি শুরুর পর থেকে হাট দু’টি বন্ধ আছে।’

‘ফলে ত্রিপুরার পণ্য পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পাঠাতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে অনেক। উদাহারণ হিসেবে বলা যায়, বাংলাদেশে ত্রিপুরার রাবার ও চায়ের বেশ ভালো চাহিদা রয়েছে। যদি পেট্রাপোল বন্দরের পরিবর্তে এখান থেকে সরাসরি বাংলাদেশে এ দুই পণ্য পাঠানো যেত, তাহলে পরিবহন ব্যয় ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতো। এছাড়া দক্ষিণ ত্রিপুরার মুহুরিঘাটে ভারত-বাংলাদেশের যে সমন্বিত চেকপোস্ট রয়েছে, সেখানেও কিছু সমস্যা রয়েছে।’

‘আমরা আশা করছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এলে এসব ইস্যুতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।’

চলতি মাসের ৬ তারিখ ভারত সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদে এটিই হতে যাচ্ছে শেখ হাসিনার সম্ভাব্য শেষ ভারত সফর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125274 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 10:45:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group